• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাটমোহরে কুকুরকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী নিহত

পাবনা প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮

পাবনার চাটমোহরে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন।

নিহতরা হলেন মনিরুল ইসলাম(৪৫) ও স্ত্রী আফরোজা খাতুন(৩৫)। শুক্রবার সন্ধ্যায় চাটমোহর-টেবুনিয়া সড়কের নেউতিগাছায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি ভাঙ্গুড়া পৌর সদরের পুরাতন এসআরপাড়া মহল্লায়। নিহত মনিরুল ইসলাম এলজিইডি ফরিদপুর অফিসের হিসাব সহকারি এবং আফরোজা খাতুন আশা এনজিওতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। ঘটনার সময় নেউতিগাছায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। আর গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে। যেহেতু এটি দুর্ঘটনা, সেহেতু মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh