• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে আ.লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে মোঃ শফিকুল ইসলাম সভাপতি এবং মোঃ রফিকুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন|

গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ১৬টি পদের বিপরীতে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশ নেয়। এতে ১৬টি পদেই বিজয়ী হয় নীল দল।

নির্বাচন কমিশনার প্রফেসর ড. বিজয়ভূষণ দাস আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫৬ জন এবং পদ সংখ্যা ছিল ১৬টি; যার সবকটিতে নীল দল জয়লাভ করেছে|

ড. বিজয়ভূষণ দাস জানান, সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল আমিন|

এছাড়াও নীল দল প্যানেল থেকে সহ-সভাপতি পদে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুর রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ শেখ সুজন আলী, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী, সদস্য আলভী রিয়াসাত মালিক, সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সহকারী অধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম, প্রভাষক আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক রোবাইয়া শাহরিন, সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, সহকারী অধ্যাপক অমিতা দাস, প্রভাষক মাজহারুল হোসেন তোকদার, কল্যাণাংশু নাহা নির্বাচিত হন।

আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে
শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু বুধবার
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
X
Fresh