• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওভারটেক করতে গিয়ে ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

ধামরাই প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫

ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন আরটিভি অনলাইনকে বলেন, বাসটি বেপারোয়াভাবে চলতে গিয়ে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। আমরা একটু দূরে ছিলাম। বাসে অনেক যাত্রী ছিল। বাস উল্টে যাবার পরপরই আহতরা কেউ কেউ বের হতে থাকে৷ একটু পরই আমরা সাথে সাথে দুটি মৃতদেহ বের করি। বাকিদের হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।

গোলরা হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন জানান, ঢাকা থেকে স্বপ্না পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।

আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
ইফতারি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই
সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত ৩
X
Fresh