• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০

হাতিয়া প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

নোয়াখালী জেলার হাতিয়ার নলের চরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এসময় উত্তেজিত কর্মীরা বেশ কয়েকটি দোকানপাট ও গাড়ি ভাংচুর করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নলের চর থানার হাট ও দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর বিএনপি প্রার্থী ফজলুল আজিম বিশাল গাড়ি বহর নিয়ে নলের চরে থানার হাটে পথসভায় যোগ দেন। পরে পথসভা শেষে দরবেশ বাজারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

২নং চানন্দী ইউনিয়নের যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন বলেন, আজিম সমর্থকরা বাজারের দোকানপাটে হামলা করে, এছাড়া তারা বাজারে আওয়ামী লীগ অফিসেও ভাংচুর চালায়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা তা প্রতিহত করার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের মাঝে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপি প্রার্থী ফজলুল আজিমকে মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার, হাসপাতালে মেয়ে
বিরামপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে জামাইয়ের মৃত্যু
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত ১
X
Fresh