• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ-বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি জোটের (ঐক্যফ্রন্টের) প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়ি হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, ধানের শীর্ষ সমর্থিত নেতাকর্মীরা তার বাড়ির সামনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এতে বাড়িতে থাকা চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাংচুর করে এবং মহিলা ও নেতাকর্মীদের মারধর করা হয়।