• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

নিখোঁজের তিন দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এরশাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামারসংলগ্ন পুরাতন ইটভাটার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরশাদ উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে।

এরশাদের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে এরশাদের ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় গত ১১ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন এলাকা থেকে আসাদুল ইসলাম এরশাদ নামের স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা কি কারণে হত্যা করেছে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি, নেবে একাধিক
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি চেয়ারম্যান আটক
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ
X
Fresh