• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে জাল টাকাসহ আটক ২

নড়াইল প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৮, ১১:২৩

নড়াইলে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার ৪০ টাকা, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন আব্দুল আলিম ওরফে রনি (৫৫) ও সাজ্জাদ হোসেন (২০)।

বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫২ হাজার ৪০ টাকা, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলিম ওরফে রনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী কাজে প্রচুর টাকা ব্যয় করবেন বলেই জাল টাকা তৈরি করছেন।

কিন্তু নির্বাচন কমিশনে খবর নিয়ে জানা গেছে আব্দুল আলিম ওরফে রনি নামে কোনও স্বতন্ত্র প্রার্থী নেই। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
X
Fresh