• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিয়ে খেয়ে আর বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব (৬৬) ও তার স্ত্রী অঞ্জু দেব(৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষ্ণুপদ দেব জেলা শহরের পাইকপাড়া এলাকার মৃত রমনী মোহন দেবের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সকালে নিজ বাড়ি থেকে বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী সরাইল উপজেলা চুন্টায় নিকট আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বিকেলে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে জেলা সদরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরের মীরহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অঞ্জু দেব। বিষ্ণুপদ দেবকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অঞ্জু দেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষ্ণুপদ দেবের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
X
Fresh