• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর জখম

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:০৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত এসএসসি পরীক্ষার্থীর নাম লাকি ঘোষ। তিনি ওই গ্রামের নন্দ ঘোষের মেয়ে।

মুমূর্ষু অবস্থায় লাকীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

লাকীর বাবা নন্দ ঘোষ আরটিভি অনলাইনকে জানান, সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন লাকি ঘোষ। পথে স্থানীয় নিজাম উদ্দিনের ছেলে আশিকুর রহমানসহ কয়েকজন বখাটে লাকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপানো শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় লাকিকে উদ্ধার করে প্রথমে শিবালয়ের উথলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়ের ওপর কি কারণে হামলা হয়েছে তা জানেন না নন্দ ঘোষ। বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানিয়েছেন তিনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বদরুল আলম চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, প্রচণ্ড রক্তক্ষরণে লাকির অবস্থা গুরুতর হলেও তিনি শঙ্কামুক্ত।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা তাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২
X
Fresh