• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ধান কাটা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

নড়াইল প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫

ধান কাটাকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের ছহম উদ্দিনের ছেলে রুকু (৩২) ও সাদেক মোল্যার ছেলে মো. ইমান আলী (৩৫)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর কবীর আরটিভি অনলাইনকে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইলিয়াস উদ্দিন মেম্বারের সঙ্গে ছহম উদ্দিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জের ধরে আজ সকালে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইলিয়াস উদ্দিন মেম্বারের লোকজন ছহম উদ্দিন গ্রুপের রুকু ও ইমান আলী কুপিয়ে হত্যা করে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

জেবি/ এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh