• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮

বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার রাত আটটার দিকে উপজেলার কোলাগাঁও টেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম জামাল উদ্দীন আকবর। তিনি কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাত আটটার দিকে জামাল উদ্দীন আকবর মেজবানের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে কোলাগাঁও টেক এলাকায় প্রতিপক্ষের লোকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহতের পিঠ, অণ্ডকোষ ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, পটিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকাণ্ড হয়।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh