• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

  ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২

পাবনার বাইপাস সড়কে কাঠবোঝাই একটি ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় জফির নামের একজন আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম(৫০), আটলংকা গ্রামের উম্বর আলীর ছেলে আহম্মদ আলী (৫২) ও কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)। তারা সবাই দিনমজুর।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস সড়কে(আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে) কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারী শ্রমিককে চাপা দিয়ে একটি খাদে উল্টে যায়। এসময় আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh