DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

ট্রলির চাপায় মা-মেয়ে নিহত, গুরুতর আহত বাবা

পাবনা প্রতিনিধি
|  ২৯ নভেম্বর ২০১৮, ১২:২২
পাবনা সদর উপজেলায় ট্রলির চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা রিনি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা খাতুন (৭)। আহত ব্যক্তির নাম আকবর আলী। তিনি নিহত রিনি খাতুনের স্বামী।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবাইদুল হক আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সকালে ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে ভ্যানে তুলে বাজারে আসছিলেন। ভ্যানটি চর বাঙ্গাবাড়িয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আকবর আলীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক ট্রলির চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়