• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত

সাভার প্রতিনিধি

  ২৯ নভেম্বর ২০১৮, ১১:৪৬

সাভারের আশুলিয়ার নিশ্চিতপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক অপহরণকারী নিহত হয়েছেন।

এসময় পুলিশের এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার নিশ্চিতপুরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম বাবলু হোসেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বাবলু হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

আশুলিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

চলতি মাসের ১২ তারিখ আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে উদ্ধার হওয়া মানবদেহের আট টুকরা মরদেহের মূলহোতা বাবলুকে গ্রেপ্তার করে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এসময় অন্য অপহরণকারীদের ছোড়া গুলিতে বাবলু গুলিবিদ্ধ হয় এবং আশুলিয়া থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য সাদ্দাম হোসেনসহ চার পুলিশ আহত হন।

প্রসঙ্গত, গেল ১২ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুর থেকে মেহেদী হাসান টিপু নামের এক ব্যক্তির আট টুকরো মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন :

জিএ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh