• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৮, ১৮:০৪

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। বিকেল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা কেউই নিশ্চিত করে জানাতে পারেনি।

এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি জানান, আগুনের সূত্রপাত কিভাবে তা ফায়ার ব্রিগেডের তদন্তের পর বেরিয়ে আসবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএ’র গুদাম এলাকায় চার নং গুদামের পাশে ড্রেজিংয়ের প্লাস্টিকের পাইপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক ঘটনাস্থলে ছুটে আসেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
X
Fresh