• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

খুলনা, ফেনী ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

খুলনা: খুলনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব ঝিলের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান।

নিহতরা হলেন- কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল-খাঁজুরা গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)।

ওসি বলেন, ডাক্তার দেখানোর জন্য সকালে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন নজরুল মোল্লা।

পূর্ব ঝিলের ডাঙ্গা এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়।

নজরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

ফেনী: ফেনী সদর উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের নাম জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহত দুজনকেই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বাস ধাক্কা দিলে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের ফকিরের তকেয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের চালক আবুল কাশেম (৪৫) ও মোস্তাফিজুর (১০)।

নিহত বাসচালক আবুল কাশেমের বাড়ি রংপুর শহরের কোতোয়ালি এলাকায় বলে জানা গেছে।

লালমনিরহাটের ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রেজাউল করিম আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী হক স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এসময় ট্রাকের চালক কাশেম বিকল হয়ে যাওয়া ট্রাকটি মেরামত করছিল এবং পাশেই দাঁড়িয়ে ছিল মোস্তাফিজুর। পরে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
X
Fresh