• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ২৩ নভেম্বর ২০১৮, ১০:৩১

লালমনিরহাট সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বাস ধাক্কা দিলে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের ফকিরের তকেয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের চালক আবুল কাশেম (৪৫) ও মোস্তাফিজুর (১০)।

নিহত বাসচালক আবুল কাশেমের বাড়ি রংপুর শহরের কোতোয়ালি এলাকায় বলে জানা গেছে।

লালমনিরহাটের ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রেজাউল করিম আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী হক স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এসময় ট্রাকের চালক কাশেম বিকল হয়ে যা্ওয়া ট্রাকটি মেরামত করছিল এবং পাশেই দাঁড়িয়ে ছিল মোস্তাফিজুর। পরে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh