• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৮ দিন আগেই হানাদার মুক্ত হয় পঞ্চগড়

আরটিভি অনলাইন রিপোর্ট, পঞ্চগড়

  ২৯ নভেম্বর ২০১৬, ১৭:২১

আজ ২৯ নভেম্বর (সোমবার)। ১৯৭১ সালের এই দিনে মুক্তি ও মিত্র বাহিনী পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়কে মুক্ত করে উড়ায় স্বাধীন বাংলাদেশের পতাকা।

এ দিনে নানা আয়োজন আর কর্মসূচির মধ্যদিয়ে পঞ্চগড়ে পাক হানাদার মুক্ত দিবেস পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সরকারি-কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh