• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাসিরনগরে হামলা: ৪ দিনের রিমান্ডে সাইবার ক্যাফের মালিক

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলায় উসকানির অভিযোগে আল-আমিন সাইবার পয়েন্টের মালিক জাহাঙ্গীরকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিপ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার জাহাঙ্গীরকে আদলতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে শহরের কালাশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার সাইবার ক্যাফে থেকে রসরাজ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে কাবা শরিফের বিকৃত ছবির পোস্ট দেয়া হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ জানায়, আলামত জব্দের আগেই সাইবার ক্যাফে থেকে ১টি সিপিইউ সরিয়ে ফেলা হয়েছে। সেটির সন্ধান পেলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh