• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উন্নয়নের মহাসড়কে টাঙ্গাইল, খুশি স্থানীয়রা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৮, ১০:১১

দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ স্লোগানে দেশের অন্যান্য জেলার মতো এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলাও। ১০ বছরে টাঙ্গাইল জেলার ব্যাপক উন্নয়নে খুশি স্থানীয়রা। পিছিয়ে পড়া এ জেলায় উন্নয়নের জোয়ার লাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান জেলার মানুষ।

দেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। স্বাধীনতার সূতিকাগার হিসেবেও পরিচিত এ জেলা। এ জেলার পরতে পরতে মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস-ঐতিহ্যের গল্প। অনেক দিন অবহেলিত ছিল রাজধানীর পার্শ্ববর্তী এ জেলা। তবে, বিগত দশ বছরে জেলায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছয় লেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিহাতীর বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জুডিশিয়াল ভবন, সখীপুর ও নাগরপুর উপজেলা প্রশাসনিক ভবন, ধলেশ্বরী নদীর ওপর ৫২০ মিটার ব্রিজ এ উন্নয়নেরই উদাহরণ।

ছয় লেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অতিরিক্ত প্রকল্প পরিচালক জিকরুল হাসান বলেন, ব্রিজ এবং সড়ক সব জায়গাতেই ফোর লেনের সুযোগ পাচ্ছে। শুধুমাত্র দুএকটি জায়গাতে যেখানে আন্ডারপাস হবে যেখানে আমরা এখনও যুক্ত হতে পারিনি। আশা করি আগামী তিন থেকে চার মাসের মধ্যে মানুষ পরিপূর্ণ সুযোগ-সুবিধা নিয়ে এই সড়কে চলাচল করতে পারবে।

টাঙ্গাইলের অন্যতম চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইলের ৬০ লাখ মানুষের প্রাণকেন্দ্র হিসেবে এই মেডিকেলকে প্রতিষ্ঠিত করতে চাই।

টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ আরটিভি অনলাইনকে বলেন, এখন প্রাথমিক শিক্ষা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয়। জনগণ নিজেদের বিদ্যালয় মনে করে কার্যক্রম সম্পাদনে এগিয়ে আসছে।

এছাড়াও, ঘরে ঘরে বিদ্যুৎ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোসহ গ্রামীণ জীবনের এসেছে নানা পরিবর্তন। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ’ হিসেবে রূপকল্প ২০২১ উপস্থাপন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। টাঙ্গাইল জেলার উন্নয়ন তারই উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আবার যদি ক্ষমতায় আসেন, তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষা যেটুকু বাকি রয়েছে তা আমরা পূরণের পথে থাকব।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নের ফলে টাঙ্গাইলবাসীর জীবনমান উন্নত হয়েছে। তাদের দৈনিক আয়-রোজগার বৃদ্ধি পেয়েছে। ফলে অতীতের থেকে এখন অনেক মানসম্মত জীবন জীবন-যাপনে সক্ষমতা অর্জন করেছে।

উন্নয়নের অগ্রযাত্রার এ ধারাবাহিকতা গোটা জেলা জুড়ে চলমান থাকবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর।

আরও পড়ুন :

জিএ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh