• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উন্নয়নের মহাসড়কে টাঙ্গাইল, খুশি স্থানীয়রা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৮, ১০:১১

দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ স্লোগানে দেশের অন্যান্য জেলার মতো এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলাও। ১০ বছরে টাঙ্গাইল জেলার ব্যাপক উন্নয়নে খুশি স্থানীয়রা। পিছিয়ে পড়া এ জেলায় উন্নয়নের জোয়ার লাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান জেলার মানুষ।

দেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। স্বাধীনতার সূতিকাগার হিসেবেও পরিচিত এ জেলা। এ জেলার পরতে পরতে মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস-ঐতিহ্যের গল্প। অনেক দিন অবহেলিত ছিল রাজধানীর পার্শ্ববর্তী এ জেলা। তবে, বিগত দশ বছরে জেলায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছয় লেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিহাতীর বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জুডিশিয়াল ভবন, সখীপুর ও নাগরপুর উপজেলা প্রশাসনিক ভবন, ধলেশ্বরী নদীর ওপর ৫২০ মিটার ব্রিজ এ উন্নয়নেরই উদাহরণ।

ছয় লেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অতিরিক্ত প্রকল্প পরিচালক জিকরুল হাসান বলেন, ব্রিজ এবং সড়ক সব জায়গাতেই ফোর লেনের সুযোগ পাচ্ছে। শুধুমাত্র দুএকটি জায়গাতে যেখানে আন্ডারপাস হবে যেখানে আমরা এখনও যুক্ত হতে পারিনি। আশা করি আগামী তিন থেকে চার মাসের মধ্যে মানুষ পরিপূর্ণ সুযোগ-সুবিধা নিয়ে এই সড়কে চলাচল করতে পারবে।

টাঙ্গাইলের অন্যতম চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইলের ৬০ লাখ মানুষের প্রাণকেন্দ্র হিসেবে এই মেডিকেলকে প্রতিষ্ঠিত করতে চাই।