• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ২৯ নভেম্বর ২০১৬, ১৬:১০

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত গণ-সংবর্ধনা ও জনসভায় তিনি এ কথা বলেন।

পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর। ভূমি বিরোধ পার্বত্য চট্টগ্রামের বহুকালের সমস্যা। এই ভূমি সমস্যা নিরসনের জন্য ল্যান্ড কমিশনের আইন সংশোধন করে বিরোধ নিষ্পত্তির জন্য কাজ শুরু করা হয়েছে। আমরা আইন করেছি, ভূমি সমস্যার সমাধান অবশ্যই করবো।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আন্দোলন করে ব্যর্থ হয়ে ক্ষমতায় যাবার জন্য এখন বিএনপি বিদেশিদের কাছে নালিশের রাজনীতি করছে।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নির্বাহী সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh