• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ২৯ নভেম্বর ২০১৬, ১৫:৩১

অবৈধ টমটম ও অন্যান্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ জেলায় চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার রাতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় জানান, মহাসড়কসহ সকল সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে এরইমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপির মাধ্যমে অবগত করেছি। আমরা একটি আল্টিমেটামও দিয়েছি। কিন্তু এতে কোন কাজ হয়নি বলে বাধ্য হয়ে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh