• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৫ দিনে ৬০০ মণ ধান পেলো সাঁওতালরা

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২৯ নভেম্বর ২০১৬, ১৫:০১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। গেলো পাঁচদিনে সাঁওতালদের ঘরে ৬শ’ মণের বেশি ধান তুলে দেয়া হয়েছে। তবে ধান কাটার সময় জমিতে কোনো সাঁওতাল উপস্থিত ছিলেন না।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ১৭ নভেম্বর ফসল তুলে সাঁওতালদের দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ধান কাটা হচ্ছে। সাঁওতালরা খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন। এরমধ্যে ৩০ একর জমির পাকা ধান কাটা শেষ হয়। বাকি জমির ধান পাকতে কিছুদিন সময় লাগবে। পাকার পর তা কেটে সাঁওতালদের বুঝিয়ে দেয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ধান কাটার সময় খামার এলাকায় প্রতিদিন পুলিশ মোতায়েন ছিল। সোমবার বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ৩০ একর জমির ধান কাটা শেষ হয়েছে।

গেলো ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।

এদিকে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, হত্যার ন্যয্য বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেধে সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করা হয়। এতে সাঁওতাল, হিন্দু, মুসলমানসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন।

অন্যদিকে সাঁওতালদের গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা জেলা শহরে মানববন্ধনে আসার সময় তাদের বাধা দেয়ার অভিযোগ ওঠে। গোবিন্দগঞ্জ উপজেলা শহর অতিক্রম করার সময় কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাদের বাধা দেয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভুমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে অভিযোগ করেন, চিনিকলের শ্রমিক-কর্মচারিসহ কতিপয় অজ্ঞাত ব্যক্তি সাঁওতালদের বাস থেকে নামিয়ে দেয়। ফলে আমাদের লোকজন মানববন্ধনে যোগ দিতে পারেননি। পরে তাদের কেউ কেউ মোটরসাইকেল ও বিভিন্ন মাধ্যমে গাইবান্ধা পৌঁছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh