• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় চুরমার ক্রসিংয়ের ওপর বন্ধ হওয়া যাত্রীবাহী বাস

জয়পুরহাট প্রতিনিধি

  ১৭ নভেম্বর ২০১৮, ১৯:১৬

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার আমট্রু রেলগেট (আক্কেলপুর মহিলা কলেজ) এলাকায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে রক্ষা পায় প্রায় ৫০ জন বাসযাত্রী।

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পিকনিক করে দিনাজপুরের স্বপ্নপূরী থেকে নওগাঁর রাণীনগরের উদ্দেশে ছেড়ে আসা তৌহিদ এন্টারপ্রাইজ নামের একটি বাস আমট্রু রেলগেট এলাকার রেলক্রসিংয়ের ওপর উঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে বাসটি দাঁড়িয়ে গেলে বাসের সকল যাত্রী দ্রুত নেমে যায়।

এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছার আগ মুহূর্তে চালক বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষে। তারপরও ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে রেললাইনের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, ট্রেনটি ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর পুনরায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh