• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাভারে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

সাভার প্রতিনিধি

  ১৫ নভেম্বর ২০১৮, ১৪:২৬

সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০), মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, মুদি দোকানদার মাজহারুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দোতালা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা দোতলা ভবনের জানালার গ্লাস ভেঙে কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরে ফেলে দেয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে মাজহারুল ইসলামসহ তার পরিবারের চার সদস্য অগ্নিদগ্ধ হন।

পরে স্থানীয়রা পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন ওটি ইনচার্জ বাছির উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চারজনেরই অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আরটিভি অনলাইনকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
X
Fresh