• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রামে ২৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৪ নভেম্বর ২০১৮, ১৩:৩৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রাম মহানগরে ১৩ জন ও জেলায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়টি দেখাশোনা করবেন।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, সংসদ নির্বাচনের সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রামে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টার, তোরণ, বিলবোর্ড সরাতে যে নির্ধারতি সময় দেয়া হয়েছে, তারপর থেকে কাজ শুরু করবে ম্যাজিস্ট্রেটরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কোনও ব্যক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাকে সর্বোচ্চ ছয় মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

রাজনৈতিক দল লঙ্ঘন করলে তাদেরও ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে।

এর আগে সোমবার (১২ নভেম্বর) জনপ্রাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
X
Fresh