• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে দুর্ঘটনায় শ্রমিক আহত, বাসে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৬, ১৯:০৩

গাজীপুরের নলজানী এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সোমবার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতের নাম মো. মামুন (৩২)। তিনি স্থানীয় টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিংকিং ডিস্ট্রিবিউটর। আহতর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে কলেজ হাসপাতাল পাঠানো হয়।

পুলিশ জানায়, দুপুরের খাবার পর কর্মস্থলে যেতে রাস্তা পার হবার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে। বাসচাপায় পোশাক শ্রমিক কর্মচারী আহতের খবর কারখানায় ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা এবং স্থানীয়রা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ওই বাসটিতে অগ্নিসংযোগ করে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন ভাঙচুর করে।

পরে ফায়ার সার্ভিস ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি শান্ত করেন। প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh