• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক আসনে আওয়ামী লীগের ৫২ জন মনোনয়ন প্রত্যাশী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৮, ১৫:১৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনের জন্য আওয়ামী লীগের ৫২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটিই এবার ক্ষমতাসীন দলের একক কোনো আসনে সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘটনা। এক আসনের হিসেবে দেশের নির্বাচনী ইতিহাসে এটি একটি রেকর্ড বলেও জানিয়েছেন সংশ্নিষ্টরা।

গতকাল সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। এবার মোট ৪ হাজার ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন, যা অতীতের সব নির্বাচনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এক আসনে যেমন ৫২ জন প্রার্থী হয়েছেন, তেমনি সাতটি আসনে হয়েছেন একক প্রার্থী।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়েছেন শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসন, গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনে শেখ সালাহ উদ্দীন জুয়েল একমাত্র মনোনয়নপ্রত্যাশী।

এ ছাড়া মৌলভীবাজার-১ (কুলাউড়া) আসন থেকে শাহাবুদ্দিন আহমেদ একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন। তিনি দশম সংসদের হুইপ।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
X
Fresh