• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মারামারির পর কওমি ছাত্র-শিক্ষকদের সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১০ নভেম্বর ২০১৮, ১৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবিরকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কওমি মাদরাসা ছাত্র-শিক্ষকরা।

শনিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের টি এ রোডে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের কারণে শহরের প্রধান এ সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সারা শহরেই যানজট দেখা দেয়।

পাঁচ দফা দাবিগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা সাদ কন্ধলভি সমর্থকদের প্রধান নেতা মাওলানা আনিসুর রহমানকে গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবিরকে প্রত্যাহার, সাদ কন্ধলভি সমর্থকদের সরিয়ে মার্কাস মসজিদ ব্রাহ্মণবাড়িয়ার ওলামাদের হাতে তুলে দেয়া, সংঘর্ষে আহতদের সুচিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেয়া এবং যারা কওমি ছাত্র-শিক্ষকদের ওপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।