• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাক চালককে পুলিশের মারধর, এসআই সাময়িক বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৮, ১২:০১

শনিবার সকালে টাঙ্গাইলে ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন যানবাহন শ্রমিকরা। পরে অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে প্রায় ৪ ঘন্টা পর সকাল সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এ ঘটনার সূত্রপাত হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। এ সময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৭টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের ওপর এলোপাথাড়িভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

ফলে সেতু পূর্বপাড়ে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপচালকের ঘুষিতে প্রাণ গেলো ট্রাকচালকের
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষক স্থায়ী, আরেকজন সাময়িক বরখাস্ত
X
Fresh