• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

  ০৯ নভেম্বর ২০১৮, ১০:০৬

রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতির (জেএসএস-এমএনলারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলা সদর ইউনিয়নের বড়াদম গ্রামের বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেএসএস কর্মীর নাম রাজা চাকমা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএসএসের (এমএন লারমা) লংগদু উপজলো সভাপতি অলঙ্গ চাকমা অভিযোগ করেন, গেল কয়েকদিন ধরে রাজাকে হত্যার হুমকি দিয়ে আসছিল ইউপিডিএফ সদস্যরা। সেই ভয়ে বাজা নিজ বাড়িতে না থেকে স্থানীয় দুলালীর মার বাসায় রাত যাপনের জন্য ছিলেন। কিন্তু মধ্যরাত আনুমানিক একটার দিকে ইউপিডিএফের ছয়জনের একটি গ্রুপ ওই বাসাতে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, স্থানীয়রা হত্যাকারীদের তিনজনকে চিনতে পেরেছেন।

তারা হলেন, পবিত্র চাকমা, সুবরাজ চাকমা ও পলাশ চাকমা। তারা প্রত্যেকে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের সদস্য।

অন্যদিকে ইউপিডিএফের অন্যতম সংগঠক নিরন চাকমা হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে বলেন, এটি তাদের অন্তঃকোন্দলের কারণে হতে পারে বলে আমি মনে করি। এই ঘটনার সঙ্গে আমাদের সংগঠন কোনোভাবেই দায়ী নয়।

আরও পড়ুন :

জেবি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
X
Fresh