• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত কমিউটার ট্রেন চালু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৮, ২৩:৪২

ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ ট্রেনের উদ্বোধন করেন। এসময় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন থেকে টাঙ্গাইলবাসী একক ট্রেনের দাবি করে আসছিল। এ দাবির প্রেক্ষিতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত চলাচলকারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হলো।

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার ১ ও ২ নামে একজোড়া ট্রেন আজ থেকে চলাচল শুরু করলো।

ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ দ্বারা চলাচল করবে। পূর্বে এ ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুর রেলপথে চলাচল করত।

এদিকে টাঙ্গাইলবাসীর ট্রেনের দাবি পূরণ হওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh