• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আগামীকাল থেকে চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৭ নভেম্বর ২০১৮, ১৫:০৭

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার-১, ২ নামে একজোড়া ট্রেন চলাচল আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। কমলাপুর স্টেশন থেকে উদ্বোধনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকেল ৫:২০টায় এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পৌঁছাবে রাত ৮:৩০টায় এবং সেখান থেকে সকাল ছয়টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮:৫০টায়।

পাশাপাশি টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০টি কোচ দ্বারা চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করতো।

এর আগে এ অঞ্চলে কমিউটার ট্রেন চালুর বিষয়ে টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণাও দিয়েছিলেন। বৃহস্পতিবার টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh