• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি নিহত

বগুড়া প্রতিনিধি

  ০৬ নভেম্বর ২০১৮, ১০:০৯

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুরান জেএমবি বাংলাদেশ শাখার আমির শীর্ষস্থানীয় জঙ্গি খোরশেদ ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন।

সোমবার রাত দুইটার দিকে জেলার প্রত্যন্ত এলাকা পিরবে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জ থানা পুলিশের একটি টহল দল রাত্রিকালীন টহল দিচ্ছিল। রাত দুইটার দিকে পিরবের তাতিপুকুর এলাকায় অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা টহল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূরত্বের কারণে পথিমধ্যে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানান। আহত অবস্থায় হাসপাতালে আনার পথে জিজ্ঞাসাবাদে তার নাম পরিচয় জানতে পারে পুলিশ।