• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চা বাগানের সৌন্দর্য দেখে আর বাড়ি ফেরা হলো না দম্পতির

সিলেট প্রতিনিধি

  ০৬ নভেম্বর ২০১৮, ০৯:০৫

অবসর কাটাতে চা বাগানে সৌন্দর্য দেখে আর বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর। ঘাতক তেলবাহী লরি কেড়ে নিলো তাদের প্রাণ।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কের মালনীছড়ায় পদ্মা ওয়েলের তেলবাহী লরির চাপায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হন। এসময় গাড়িতে থাকা নিহত দম্পতির দুই শিশু সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা, বর্তমানে সিলেট নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী (৪২) ও তার স্ত্রী ইউসা চৌধুরী (৩৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বিকেলে চা বাগান এলাকায় দুই সন্তান নিয়ে ফয়সাল চৌধুরী দম্পতি বেড়াতে বের হন। সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে মালনীছড়া চা বাগানের সামনে তাদের বহনকারী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পদ্মা অয়েলের তেলবাহী লরি চাপা দেয়। এতে গুরুতর আহত হন ফয়সাল চৌধুরী, তার স্ত্রী ইউসা চৌধুরী, দুই সন্তান ও অটোরিকশা চালক। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর ফয়সাল ও তার স্ত্রী মারা যান। তবে দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় দম্পতিকে খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
১০৭ বার পেছাল মামলার প্রতিবেদন
একসঙ্গে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো দম্পতির, শায়িত হলেন পাশাপাশি
মুশতাক-তিশা দম্পতিকে নতুন যে নির্দেশনা দিলেন আদালত
X
Fresh