• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রংপুর আদালতে সংঘর্ষ, বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

  ০৫ নভেম্বর ২০১৮, ১৩:২৪

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঐক্যফ্রন্ট নেতা মইনুল হোসেনকে গতকাল রোববার রংপুরের আদালতে নেয়ার সময় ক্ষমতাসীন দলের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। পরে রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আদালত চত্বরে সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জিয়া বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এছাড়া নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিস বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানিয়েছেন, রাতে অভিযান চালিয়ে বিএনপির দশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
X
Fresh