• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিবির কার্যালয়ে বিস্ফোরণ: ৮৭ জনকে আসামি করে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৮, ১৪:৩৪

চট্টগ্রামের চন্দনপুরা এলাকার ইসলামী ছাত্র শিবিরের কার্যালয় বিস্ফোরণ এবং বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নগর ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর চকবাজার থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মহানগর উত্তরের সভাপতি ও সেক্রেটারিসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর ‘আর ইসরা’ ভবনে শিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভবনটিতে অভিযান চালিয়ে ছয়টি ককটেল, আধা কেজি গান পাউডার, কাচের টুকরা, পাথরের টুকরা, দুই লিটারের বেশি পেট্রোল ও বিপুল লাঠি জব্দ করা হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh