• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ করে পোস্টারিং করলো সন্ত্রাসীরা

ঝিনাইদহ প্রতিনিধি

  ০২ নভেম্বর ২০১৮, ১৩:১৩

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ করে ১০ লাখ টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় তারা অপারেশন হার্ড নামের একটি পোস্টারও বাড়ির দেয়ালে লাগিয়ে দিয়ে যায়।

বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার পাতবিলা গ্রামের প্রবাসী ফিরোজ আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে প্রবাসী ফিরোজ আহমেদের বাড়িতে অপারেশন হার্ড নামের সন্ত্রাসীরা ঘুমন্ত পরিবারকে হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে। এসময় ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণাংলকারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
কুকি চিন সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে : হানিফ
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
X
Fresh