• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নতুন বাসায় উঠেই আগুনে প্রাণ হারালো দুই শিশু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০১ নভেম্বর ২০১৮, ০৯:৫৯

চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে একটি বাসায় গ্যাস লাইন লিক হয়ে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শিশু তানিম ও রাজিয়া মারা যায় বলে জানান চিকিৎসকরা। রাজিয়ার শতভাগ ও তানিম ৪০ শতাংশ দগ্ধ ছিল।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করছেন।

দগ্ধদের মধ্যে বাকি ৩ জন সোনিয়া আক্তার, রুবি আক্তার ও শিশু মিমের শরীর ৩০ শতাংশ দগ্ধ রয়েছে।

হাটহাজারী থানার এসআই বলেন, ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। লাইন লিক হয়ে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন বলে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh