• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পীরগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নিহত ২

রংপুর প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৮, ০৯:২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের খেজমতপুর এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার খয়বর আলী ও সুকুমার রায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেস চন্দ্র জানান, রাতে কুড়িগ্রাম থেকে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় লালমনিরহাট বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি বাসকে ওভারটেক করতে যায় ওই বাসটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউনাইটেড পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।

এসময় আহত হন ২৫ জন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
X
Fresh