• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৮, ১৪:৪৩

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিরাপদ সড়ক চাই কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শোভাযাত্রাটি কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে যশোর-ঝিনাইদহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং সড়ক দুর্ঘটনারোধে বাস ও ট্রাকচালকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের কালীগঞ্জ কমিটির আহ্বায়ক সাংবাদিক শিপলু জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ, যুগ্মআহ্বায়ক মিশন আলী, নির্বাহী সদস্য মর্জিনা বেগম, সাংবাদিক হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, নাসির চৌধুরী, রাজু আহমেদ, জিল্লুর রহমান, মারুফ হোসেন, সাইফুল ইসলাম, জলি খাতুন, আহসান কবির, শাহ আলম, লালন মণ্ডল, নাজমুল হাসানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
X
Fresh