• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের ভেজাল খাদ্য, কারখানা সিলগালা

সাভার প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

সাভারে ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় ওই কারখানাটি সিলগালা করে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ভেজাল খাদ্য তৈরির কারখানায় ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাদ্য তৈরি এবং বিক্রি করে আসছিল কর্তৃপক্ষ। দুপুরে কারখানাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার-ই-আলম ওই ভেজাল খাদ্য কারখানাটি সিলগালা করে দেয় এবং মুরগি ও মাছের জন্য মজুত রাখা কয়েক’শ বস্তা খাদ্য পুড়িয়ে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।

তিনি জানান, ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের তৈরি করা খাদ্যে মানবদেহে ক্যান্সারসহ নানা রোগের উপসর্গ দেখা দেয়।

এদিকে ওই ভেজাল খাদ্য তৈরির খাদ্য কারখানাটি সিলগালা করে দেয়া র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।


আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস : শ্রম প্রতিমন্ত্রী
X
Fresh