• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শ্যামনগরে পূজামণ্ডপের সামনে বোমা বিস্ফোরণ, চারটি তাজা বোমা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৪ অক্টোবর ২০১৮, ১২:২৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পূজামণ্ডপের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে সবাই কাজ শেষ করে বাড়ি গেলে বাজার জনশূন্য হয়ে পড়ে। এমন সময় হঠাৎ বিকট আওয়াজে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা চারটি তাজা বোমা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করে।

এই খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক আনিছুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় সংসদ সদস্য স ম জগলুল হায়দার এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যত দ্রুত সম্ভব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
বোমা ফাটালেন সুজন, হাথুরুর সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
গাজা ও রাশিয়ায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের 
X
Fresh