• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কালীগঞ্জে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ঝিনাইদহ প্রতিনিধি

  ১১ অক্টোবর ২০১৮, ১৭:০৮

রাস্তার বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গেছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এর ওপর দিয়ে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। এ অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের। সড়কের এমন বেহাল অবস্থায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারী হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, কালীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডে এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা, বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। এটি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার যাতায়াতের প্রধান সড়ক। সড়কটি দিয়ে খুলনা-যশোর রুটে হাজারো যানবাহন প্রতিদিন যাতায়াত করে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতে দুই কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। কালীগঞ্জ টিএন্ডটি অফিসের সামনের সড়কটি উভয় পাশে পিচ ও খোয়া উঠে দেবে গেছে।

কালীগঞ্জ দুলালমুন্দিয়া বাজার থেকে নিমতলা বাজার পর্যন্ত খুবই খারাপ অবস্থা। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এখানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে এ অংশ একাকার হয়ে যায়। সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত।