• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

মাদারীপুর প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০১৮, ১০:৪০

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

এদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মাদারীপুর সদর থানার ওসি আহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছেন।

শনিবার ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের হাতাহাতি হয়।

এরই জেরে ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন।

পরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর সকলকে মাইকিং করে সর্তক করে দেয় পুলিশ।

পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh