• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহী সিটির দায়িত্ব নিলেন খায়রুজ্জামান লিটন

রাজশাহী প্রতিনিধি

  ০৫ অক্টোবর ২০১৮, ২৩:০৮

রাজশাহী সিটি করপোরেশনের(রসিক) দায়িত্ববার গ্রহণ করলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগর ভবনের গ্রিন প্লাজায় শুক্রবার বিকেল ৪টায় রাসিক প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি।

এসময় খায়রুজ্জামান লিটন সিটি করপোরেশনের ৪০ জন কাউন্সিলর সবার হাতে হাত রেখে উন্নয়নে নগরীকে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী এমপি, আয়েন উদ্দিন এমপি, প্রকৌশলী এনামুল হক এমপি, আবদুল ওয়াদুদ দারা এমপি, আক্তার জাহান এমপি ছাড়াও নগরীর শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি ও রসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিকের পঞ্চম এবং নিজের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর ৫ সেপ্টেম্বর শপথ নেন লিটন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান। ২০০৮ সালে প্রথমবার নগরপিতা নির্বাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
কুমিল্লায় উদ্ধার হওয়া লাশটি জামালপুরের কাউন্সিলরের
X
Fresh