• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী আহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৪ অক্টোবর ২০১৮, ১১:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৩/৪টি যানবাহন ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাদিয়া। সে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ছাত্র-ছাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে তারাবোগামী একটি যাত্রীবাহী বাসচাপায় এ দুর্ঘটনার ঘটে। আহত ছাত্রী ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া এ ঘটনায় দায়ী যাত্রীবাহী বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করার জন্য চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন
ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh