• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাইক চালানোর সময় মোবাইল ফোনে কথা, দুই স্কুলছাত্র নিহত

নাটোর প্রতিনিধি

  ০৩ অক্টোবর ২০১৮, ১৪:০৫

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক স্কুলছাত্র।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামনগর ঘোষপাড়া স্নুইস গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জামনগর হাঁপানিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে রনি (১২) ও রওশনগিরি পাড়ার মিনারুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক কাউছার (১৬)। আহত স্কুলছাত্রের নাম বাঁধন (১৫)। সে দোবিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জামনগর ফকির পাড়ার আলমের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জামনগর বাজার থেকে মঙ্গলবার রাতে তিন ছাত্র একই মোটরসাইকেল করে গয়লার ঘোপ এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।