• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার ভাস্কর্য ভাংচুর

রংপুর প্রতিনিধি

  ০২ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়াসহ মুক্তিযুদ্ধের কয়েকটি ভাস্কর্য ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গেল শুক্রবার উপজেলার মকিমপুর গ্রামে ভাস্কর অনিক রেজার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গতকাল সোমবার রাতে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাস্কর অনিক রেজা জানান, ২৮ সেপ্টেম্বর রাতে দুবৃর্ত্তরা তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য শাবল দিয়ে ভেঙে ফেলেছে। এছাড়াও ঘরের ভেতর থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি রেজাউল করিম আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে আল্লাহর ৯৯ নাম সম্বলিত ভাস্কর্য উদ্বোধন
‘২০২৪ সালেই সরকারের পতন হবে’
X
Fresh